ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের শেয়ারে ক্রেজ, ক্রমেই ঊর্ধ্বগতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ইসলামী ব্যাংকের শেয়ারে ক্রেজ, ক্রমেই ঊর্ধ্বগতি ইসলামী ব্যাংকের শেয়ারে গ্রাফে উধ্র্বগতি

শেয়ার বাজারে ইসলামী ব্যাংকের শেয়ার দর হু হু করে বাড়ছে। ব্যাংকটির নতুন মালিকানা আসার পর শেয়ার বাজারে তার প্রভাব পড়েছে।

সম্প্রতি ব্যাংকটি দেশের স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীর কব্জা থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির ব্যবস্থাপনায় আনা হয়। তার পর থেকেই আসছে ইতিবাচক কিছু পরিবর্তন।

 

গত দুুই দিন ধরেই শেয়ার বাজারেও তার প্রভাব পড়ছে।

সোমবার (৯ জানুয়ারি) শুরুতেই ব্যাংকটির শেয়ার বিক্রি ৩১ টাকা দরে শুরু হয়। ডিএসই’র গ্রাফ দেখাচ্ছে ৮ জানুয়ারি (রোববার) তা শেষ হয়েছিলো ৩০ টাকা ৫০ পয়সায়।

রোববার ট্রেডিং শুরুর মাত্র ১৫ মিনিটে বিক্রি হয়ে যায় সাড়ে তিন লাখ শেয়ার।

জামায়াতের রাহুমুক্ত ইসলামী ব্যাংক

বাংলাদেশ সময় ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।