ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

উন্নয়ন মেলায় অংশ নিয়েছে বিমা কোম্পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
উন্নয়ন মেলায় অংশ নিয়েছে বিমা কোম্পানি

ঢাকা: দেশব্যাপী সরকারের উন্নয়ন মেলায় অংশ নিয়েছে বিমা খাত। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশে সরকারি ও বেসরকারি বিমা কোম্পানিগ‍ুলো আলাদাভাবে দুটি স্টলে অংশ নিয়েছে।

সোমবার (০৯ জানুয়ারি) রাজধানীর শিল্পকলা একাডেমিতে সাধারণ বিমা ও জীবন বিমা করপোরেশনের জন্য একটি স্টল এবং বেসরকারি বাকি ৭৫টি বিমা কোম্পানির জন্য আলাদা ১টি স্টল নেওয়া হয়েছে।
 
মেলায় বিম‍া দাবি নিষ্পত্তি, বিভিন্ন পলিসি বিক্রি, বিমা প্রোডাক্ট সর্ম্পকে প্রচার, বিমা শিল্পের কর্মক্ষেত্রে এবং চাকুরি সংক্রান্ত তথ্য, বিমার উপকারিতা সর্ম্পকে তথ্য দর্শনার্থীদের জানানো হচ্ছে।

মেলার স্টল দুটো বাস্তবায়ন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআই) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।
 
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমএফআই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।