ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কেন্টাইল ব্যাংকের এজিএম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
মার্কেন্টাইল ব্যাংকের এজিএম এজিএমে ব্যাংকের কর্মকর্তারা

ঢাকা: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ সালের ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, অ্যাকাউন্ট এবং ব্যাংকের শেয়ার হোল্ডারদের  জন্য ২০ শতাংশ লভ্যাংশ (১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।


 
সভাপতির বক্তব্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শহিদুল আহ্সান ২০১৬ সালে অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ার হোল্ডার, গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
 
তিনি সেবার মান ও পরিধি এবং মানবসম্পদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
 
বৃহস্পতিবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও এ কে এম সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান  মো. শাহাবুদ্দিন আলম, পরিচালক  আলহাজ আকরাম হোসেন হুমায়ুন, এ এস এম ফিরোজ আলম, এম. আমান উল্লাহ, মো. আব্দুল হান্নান, মোরশেদ আলম এমপি, আলহাজ মোশাররফ হোসেন ও ড. মো. রহমত উল্লাহ।
 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান স্বাগত বক্তব্যে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে ২০১৬ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০১৭ সালে ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।