ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিল বন্ধ রেখে চিনির দাম বাড়াচ্ছে মেঘনা গ্রুপ!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
মিল বন্ধ রেখে চিনির দাম বাড়াচ্ছে মেঘনা গ্রুপ!

ঢাকা: চিনির বাজারে কৃত্রিম সংকট তৈরি করতেই শুক্রবার (২৮ এপ্রিল) থেকে চিনিকল বন্ধ রেখেছে বেসরকারি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ। অবশ্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোস্তফা কামাল এটিকে বলছেন, নিয়মিত যন্ত্র পরীক্ষার অংশ।

গত রমজানের আগেও যান্ত্রিক ত্রুটির কথা বলে চিনির মিল বন্ধ রেখেছিল মেঘনা গ্রুপ। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ায় খুচরা পর্যায়ে কেজিপ্রতি চিনির দর বেড়েছিল ৩০ টাকা পর্যন্ত।


 
রোববার (৩০ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে  নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় মেঘনা গ্রুপের এ কারসাজির অভিযোগ উঠে আসে গোয়েন্দা সংস্থা ও পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে।
 
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ন পরিচালক বদরুল আহসান সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে উদ্দেশ্য করে বলেন, রমজানে নিত্যপণ্যের বাজার নির্ভর করবে চাহিদামতো পণ্যের সরবরাহের ওপর। কিন্তু দেশের অন্যতম বেসরকারি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ কোনো ঘোষণা ছাড়াই গত ২৮ এপ্রিল থেকে তাদের চিনিকল বন্ধ রেখেছে। এরই মধ্যে এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে।
 
এ সময় মেঘনা গ্রুপের চেয়ারম্যান বাণিজ্যমন্ত্রীকে বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য রুটিন মাফিক মিল বন্ধ রাখা হয়েছে। কয়েকদিনের মধ্যেই আবার উৎপাদন শুরু হবে।
 
পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত দু’দিনে মৌলভীবাজারে বস্তাপ্রতি (৫০ কেজি) চিনির দর বেড়েছে ৫শ’ থেকে ৬শ’ টাকা।
 
তবে এ দাম বাড়াকে সাময়িক বলে মন্তব্য করেছেন চিনির বাজারের আর এক বেসরকারি নিয়ন্ত্রক সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান।
 
তিনি বলেন,  সাম্প্রতিক সময়ে ডলারের দাম হঠাৎ করে ৫ টাকা বাড়ায় এর প্রভাব চিনির বাজারে পড়েছে। এতে কেজিপ্রতি দাম ৫ টাকা বাড়তে পারে। তবে ডলারের দাম কমে আসায় বাজার স্থিতিশীল হয়ে আসবে।
 
বর্তমান চিনির বাজার সম্পর্কে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া বাংলানিউজকে বলেন, গত কয়েকদিনে মিল গেটে চিনির বাজারের যে খবর, তাতে প্রতিদিনই দাম বাড়ছে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি বাজার নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিতে চাই না। বাজার নিয়ন্ত্রণে আনতে ব্যবসায়ীদের ওপর কড়াকড়ি আরোপের ফলাফল কারো জন্য ভালো হয় না। তবে চাই, ব্যবসায়ীরা ভালো পথে ব্যবসা করুন। বাজারে পণ্যের অভাব নেই। প্রয়োজনের তুলনায় দেশে চিনির মজুদ বেশি। তাই দাম বাড়ার কোনো কারণ নেই। তারপরও কউ অন্যায়ভাবে দাম বাড়ালে শাস্তি পেতে হবে। সুপথে থাকলে পুরস্কৃত হবেন’।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরএম/এএসআর

** একদিনের ব্যবধানে চিনি কেজি প্রতি বেড়েছে ৬ টাকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।