ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এ মাসেই লাইসেন্স নিতে হবে খাদ্যশস্য ব্যবসায়ীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এ মাসেই লাইসেন্স নিতে হবে খাদ্যশস্য ব্যবসায়ীদের মাসিক সমন্বয় সভা

ময়মনসিংহ: চলতি মাসেই জেলার সব খাদ্যশস্য ব্যবসায়ীদের লাইসেন্স করতে আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) সাইফুল ইসলাম।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে মাসিক সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান।

সাইফুল ইসলাম বলেন, খাদ্য মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার সব খুচরা ও পাইকারী খাদ্যশস্য ব্যবসায়ীকে লাইসেন্সের আওতায় আসতে হবে।

অন্যথায় এ মাসের শেষে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।  

প্রতিটি খাদ্যশস্য ব্যবসায়ীকে প্রতি মাসে দুইবার উপজেলা খাদ্য কর্মকর্তার কাছে তাদের মজুদ প্রতিবেদন দাখিল করতেও নির্দেশনা দিয়েছেন তিনি।

মাসিক সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা মার্কেটিং অফিসার জিল্লুল বারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ আলম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।