ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় দুইদিনব্যাপী বাইক কার্নিভাল শুক্রবার শুরু 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, নভেম্বর ৯, ২০১৭
ঢাকায় দুইদিনব্যাপী বাইক কার্নিভাল শুক্রবার শুরু  ..

ঢাকা:  ঢাকায় শুক্রবার (১০ নভেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বাইক কার্নিভাল ‘ঢাকা বাইক কার্নিভাল ২০১৭’। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) আয়োজকদের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বাইকবিডির আয়োজনে ও ইয়ামাহার (এসিআই মটরস) সৌজন্যে ঢাকায় এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠেয় এ কার্নিভাল শনিবার (১১ নভেম্বর) পর্যন্ত চলবে।

 

আয়োজকরা বলছেন, এরই মধ্যে বাইক কার্নিভাল দেশের বাইক প্রেমীদের মাঝে সাড়া জাগাতে পেরেছে। কার্নিভালে নজর কাড়া বাইক র‌্যালি, আকর্ষণীয় বাইক গেম শো, কালচারাল প্রোগ্রামের পাশাপাশি থাকছে মন মাতানো কনসার্ট।  

অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে থাকছে ভারত থেকে আসা লেডি বাইকার গ্রুপ, যারা মোটরসাইকেল নিয়ে নানা নৈপুণ্য দেখাবে। কনসার্টে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, এলআরবিসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।