ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেকর্ড প্রবৃদ্ধি ৭.২৮, মাথাপিছু আয় ১৬১০ ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
রেকর্ড প্রবৃদ্ধি ৭.২৮, মাথাপিছু আয় ১৬১০ ডলার  রেকর্ড প্রবৃদ্ধি ৭.২৮, মাথাপিছু আয় ১৬১০ ডলার

ঢাকা: সকল বৃত্ত ভেঙে রেকর্ড পরিমাণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। ফলে মাথাপিছু আয়ের পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে।

লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বেড়ে জিডিপি অর্জিত হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। আর দেশবাসীর মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ মার্কিন ডলার।

প্রতি ডলার ৮০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

এর ফলে জিডিপি’র আকার বেড়ে দাঁড়িয়েছে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার। দেশ স্বাধীনের পর জিডিপি’র আকার ১০০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াতে যেখানে সময় লেগেছিল ৩৪ বছর, সেখানে এ অর্জন রেকর্ড পরিমাণ।

২০১৬-১৭ অর্থবছরের চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মঙ্গলবারের (১৪ নভেম্বর) সভায় বিবিএসের এ প্রতিবেদন তুলে ধরা হয়।
 
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, গত অর্থবছরে (২০১৬-১৭) মাথাপিছু আয় ৮ ডলার বেড়েছে। আগের অর্থবছরে (২০১৬-১৭)  মাথাপিছু আয় ছিলো ১ হাজার ৬০২ ডলার বা প্রায় ১ লাখ ২৮ হাজার ১৬০ টাকা। ২০১৪-১৫ অর্থবছরে  মাথাপিছু আয় ছিলো ১ হাজার ৩১৬ ডলার।
     
অন্যদিকে ২০১৬-১৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিলো ৭ দশমিক ১০ শতাংশ, যার দশমিক ১৮ শতাংশ বেশি অর্জিত হয়েছে।
 
পরিকল্পনামন্ত্রী জানান, মূলত জিডিপি’র প্রবৃদ্ধি বাড়ার কারণেই মানুষের গড় মাথাপিছু আয়ও বেড়েছে। গুরুত্বপূর্ণ তিনটি খাতের মধ্যে কৃষিখাতে ২ দশমিক ৯৭ শতাংশ, শিল্পখাতে ১০ দশমিক ২২ শতাংশ ও সেবাখাতে ৬ দশমিক ৬৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
 
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এটি আমাদের নতুন ইতিহাস। ২০১৯ সালে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের ওপরে যাবে। আশা করছি, ২০৩০ সালের মধ্যে এ হার ৯ থেকে ১০ শতাংশের মধ্যে থাকবে। তাহলেই আমরা আমাদের ২০৪১ সালের প্রকৃত লক্ষ্য অর্জন করতে পারবো’।

‘বর্তমানে সারা বিশ্বে কম সময়ে মাত্র তিনটি দেশ জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপরে অর্জন করলো। অন্য দেশ দু’টি হচ্ছে কম্বোডিয়া ও ইথিওপিয়া’।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।