ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যক্ষ্মা নির্মূলে পাশে থাকবে রাশিয়া-ভারত-মালদ্বীপ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
যক্ষ্মা নির্মূলে পাশে থাকবে রাশিয়া-ভারত-মালদ্বীপ

ঢাকা: ২০৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এ লক্ষ্যে পৌঁছাতে সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া, ভারত ও মালদ্বীপ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম রাশিয়া সফর করছেন।

বৃহস্পতিবার রাশিয়ার মস্কোর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা, মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ নাজিম ইব্রাহিম ও রাশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী তাতিয়ানা ইয়াকোভলেভার সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।  

ওই বৈঠকে স্বাস্থ্যখাতে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের চিত্র তুলে ধরেন নাসিম। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ তার অঙ্গীকার অনুযায়ী কর্মসূচি গ্রহণ করছে।  

এ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ভারত, রাশিয়া ও মালদ্বীপের সহায়তা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

এর পরিপ্রেক্ষিতে দেশ তিনটির স্বাস্থ্যমন্ত্রীরা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন বলেও ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।