ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বন্ডের অপব্যবহারকারীদের কঠোর হস্তে দমন করবো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
‘বন্ডের অপব্যবহারকারীদের কঠোর হস্তে দমন করবো’ এফবিসিসিআই আয়োজিত প্রাক বাজেট আলোচনা/ছবি: শাকিল

ঢাকা: শুল্কমুক্ত সুবিধা নিয়ে যারা বন্ডের অপব্যবহার করছে তাদের কঠোর হস্তে দমন হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৯ মার্চ) রাজধানীর ম‌তি‌ঝিলে ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সতর্কবার্তা দেন তিনি।
 
আসন্ন জাতীয় বাজেট ২০১৮-১৯ উপলক্ষে রাজস্ব নীতিমালা, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর এবং মাঠ পর্যায়ে মূসক ও কর সম্পর্কিত নানাবিধ সমস্যা নিয়ে এ মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

যার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।  

এনবিআর চেয়ারম্যান বলেন, রফতানি বাজার প্রসার করতে বন্ড সুবিধা দেয়া হয়েছে। কিন্তু আমাদের কাছে অভিযোগ আসছে কিছু ব্যবসায়ী বন্ডের অপব্যবহার করছে। তারা বন্ডের সুবিধা নিয়ে শুল্ক ও কর না দিয়ে বিদেশ থেকে অতিরিক্ত পণ্য এনে দেশের বাজারে বিক্রি করছে। এছাড়া এক পণ্যের নাম ব্যবহার করে অন্য পণ্য আমদানি করছে। এতে করে স্থানীয় বাজার অস্থিতিশীল হচ্ছে।  

তিনি বলেন, এ বিষয়ে আমারা কঠোর হচ্ছি। এটি যেন কঠোর হস্তে দমন করা হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট এনবিআর কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি বন্ডের অপব্যবহার রোধে ব্যবসায়ীরা সতর্ক হবেন।  

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে একমত পোষণ করে এফবিসিআইয়ের সভাপতি শফিকুল ইসলাম বলেন, হাতেগোনা কয়েকজন ব্যবসায়ী বন্ডের অপব্যবহার করছে। কাস্টমস ও কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজসে এ কারসাজি করছে। আমরা যৌথভাবে তাদের বয়কট করবো।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।