ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১২ কোটি টাকার সিগারেট ও কসমেটিকস জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
১২ কোটি টাকার সিগারেট ও কসমেটিকস জব্দ

ঢাকা: প্রায় ১২ কোটি টাকার সিগারেট ও কসমেটিকস পণ্য জব্দ করেছে কাস্টমস হাউজের একটি দল।

রোববার (১৬ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কমলাপুরের কাস্টমস হাউজের একটি প্রতিনিধি দল পণ্যগুলো জব্দ করে।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, চট্টগ্রামের এ আর করপোরেশন লিমিটেডের আমদানি করা বিভিন্ন ধরনের সিগারেট ও কসমেটিকস পণ্যের চালানের খালাস স্থগিত করে পরীক্ষা করে ঘোষণা বহির্ভুত বিপুল পরিমাণ সিগারেট ও কসমেটিকস পণ্য পাওয়া যায়। এর মধ্যে সিগারেটের আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৮০ লাখ টাকা।
 
তবে কসমেটিকের বাজার মূল্য এখনো জানা জায়নি। চট্টগ্রাম থেকে আসা পণ্যগুলো খালাসের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে সারওয়ার অ্যান্ড ব্রাদার্স লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।