সোমবার (১৫ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই মিলনায়তনে ‘বিশ্ব মান দিবস-২০১৮’ উপলক্ষে ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের এ পরামর্শ দেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই জাতীয় পর্যায়ে একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান।
আমু বলেন, গুণগতমানের পণ্য উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের অবস্থান শক্তিশালী করতে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসটিআই-কে পণ্য ও সেবার জাতীয় মান প্রণয়ন, নির্ধারণ ও সংরক্ষণের দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ এবং বিএসটিআই’র পরিচালক (মান) মো. সাজ্জাদুল বারী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এমএফআই/জেডএস