সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমির ইজারা চুক্তি করেছে যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম রঙ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।
বার্জার ১৯৭০ সালে চট্টগ্রামের কালুরঘাটে প্রথম এবং ১৯৯৯ সালে ঢাকার সাভারে দ্বিতীয় কারখানা স্থাপন করে।
ইজারা পাওয়া জমিতে আগামী ৫ বছরে ২০০ থেকে ২৫০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনা করেছে বার্জার পেইন্ট। তাতে ব্যাপক সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি কর্তৃপক্ষের।
বেজার নির্বাহী সদস্য হারুনুর রশীদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা ও পরিচালক মো. আব্দুল খালেক ইজারা চুক্তিতে সই করেন।
বার্জার পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নৌ-মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
পিআর/জেডএস