মঙ্গলবার (২৩ অক্টোবর) নগরীর আগারগাঁওয়ের এডিবি ঢাকা কার্যালয়ে এডিবি-ইউএনডিপির মধ্যে এ চুক্তি সই হয়।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এতে সই করেন।
মনমোহন প্রকাশ বলেন, ২০০০ সাল থেকে এডিবি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সহায়তা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় ২০১০ সালে গ্রামীণ উন্নয়ন প্রকল্প সম্পন্ন করা হয়েছে। অবকাঠামো শুধু উন্নয়ন করলেই হবে না, রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থা বা সরকারের পক্ষে সবসময় সংস্কার সংক্রান্ত সেবা দেওয়া সম্ভব না। তাই স্থানীয়দের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের কাজে লাগানো হবে।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এমআইএস/এএ