ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুদ্রানীতি ঘোষণায় কেন্দ্রীয় ব্যাংককে ডিএসইর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
মুদ্রানীতি ঘোষণায় কেন্দ্রীয় ব্যাংককে ডিএসইর অভিনন্দন

ঢাকা: ২০১৯ সালের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য বাংলাদেশ ব্যাংকের ঘোষিত মুদ্রানীতিকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)।

বুধবার (৩০ জানুয়ারি) ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য বাংলাদেশ ব্যাংক এ মুদ্রানীতি ঘোষণা করে। ঘোষিত মুদ্রানীতিতে কর্পোরেট খাতের অত্যধিক ব্যাংকনির্ভর মেয়াদী অর্থায়নকে মূলধন বাজারে বন্ড ইস্যু করে অর্থায়নের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের মেয়াদী অর্থায়নে বিকল্প ব্যবস্থায় গুরুত্বারোপ কর‍া হয়েছে।

ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও ডিএসই একযোগে কাজ করবে। ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংকের এ সমর্থন বাজারের সম্প্রসারণ তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করে ডিএসই।

এছাড়া পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে সারাবিশ্বে নীতি-সমর্থন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের যে বলিষ্ঠ ভূমিকা থাকে, ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজারের জন্য বাংলাদেশ ব্যাংকের সে ধরণের ভূমিকাই রয়েছে বলে ডিএসই বিশ্বাস করে।  

এ মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যাংকিং খাতের পাশাপাশি পুঁজিবাজারকে প্রাধান্য দেওয়ায় সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে ডিএসই বাংলাদেশ ব্যাংককে বিশেষভাবে অভিনন্দন জানায়।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২১৯
এমএফআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।