ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন কাজী এনায়েত হোসেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন কাজী এনায়েত হোসেন কাজী এনায়েত হোসেন

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন কাজী এনায়েত হোসেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর মহাব্যবস্থাপক কাজী এনায়েত হোসেনকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে বহাল রাখা হয়েছে।

কাজী এনায়েত হোসেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হাড়িয়ার ঘোপ গ্রামে জন্মগ্রহণ করেন।


 
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।
 
কাজী এনায়েত বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।
 
এছাড়াও তিনি বাংলাদেশ ব্যাংকের বগুড়া, বরিশাল, সদরঘাট অফিস ও মতিঝিল অফিসের কারেন্সী অফিসার পদের মত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।  

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সিংগাপুর, থাইল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ ভ্রমণ করেছেন।
 
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এসই/এমআইএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।