ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইডিএলসির স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
আইডিএলসির স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা: আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের স্থায়ী করপোরেট কার্যালযের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ১৫৩, তেজগাঁও শিল্প এলাকায় কোম্পানিটির স্থায়ী করপোরেট কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইডিএলসির চেয়ারম্যান আজিজ আল মাহমুদ। এ সময় আইডিএলসি ফাইন্যান্সের সিইও এবং এমডি আরিফ খান, পরিচালনা পর্ষদ এবং অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইডিএলসির করপোরেট কার্যালয়ে আন্তর্জাতিকমানের গ্রিন বিল্ডিংয়ের মূলনীতি অনুযায়ী তৈরি করা হবে। প্রস্তাবিত ২০ তলা এই কার্যালয়ে আইডিএলসির প্যারেন্ট এবং সহায়ক কোম্পানিগুলো একই সঙ্গে অবস্থান করবে।
 
অডিটোরিয়াম, গ্রাহক সেবা ডেস্ক, প্রায়োরিটি লাউঞ্জ, স্বাস্থ্যসেবা সুবিধা, এবং ডে কেয়ারের মতো সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা থাকবে আইডিএলসির নতুন করপোরেট কার্যালয়ে।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।