ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে এলো নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘সোলাস্তা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
বাজারে এলো নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘সোলাস্তা’

ঢাকা: তরুণ-তরুণীদের হাতে সাধ্যের মধ্যে পছন্দের পোশাক দিতে দেশের বাজারে এলো নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘সোলাস্তা’। 
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় পোশাক ব্র্যান্ডটির।

সোলাস্তা পোশাক রপ্তানি প্রতিষ্ঠান মডেল গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। মডেল গ্রুপ দুই যুগের বেশি সময় ধরে দেশের বাইরে পোশাক রপ্তানি করলেও প্রথমবারের মতো ব্র্যান্ড ‘সোলাস্তা’ নিয়ে এলো দেশের বাজারে।



উদ্বোধনী অনুষ্ঠানে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, আমাদের সুযোগ এসেছে পণ্য রপ্তানির পাশাপাশি সংস্কৃতি রপ্তানির। আমাদের ঐতিহ্য তুলে ধরতে না পারায় অনেক কিছু হারাতে বসেছি। মনে রাখতে হবে আমাদের ঐতিহ্য, আমাদের পণ্যকে দেশ ও দেশের বাইরে ছড়িয়ে দিতে হবে।  

তিনি বলেন, আমরা পণ্য রপ্তানি করলেও নিজেদের ব্র্যান্ড দেশের বাজারে একেবারেই নেই। নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের স্বপ্ন অন্যের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আবার শুধু দেশের বাজারে পণ্য আনলে হবে না, রপ্তানিও করতে হবে।

সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বিশ্বের অনেক দেশ আমাদের অনেক বিষয়ে ভালোভাবে জানে না। অথচ আমাদের অনেক পণ্য বিশ্ব বাজার দখল করে আছে। সব ধরনের পোশাকের চাহিদা রয়েছে দেশের বাজারে। এক্ষেত্রে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। দেশ ও দেশের বাজারে রাখতে হবে নিজের পণ্য।

সোলাস্তার ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান বলেন, মুজিববর্ষকে সম্মান জানিয়ে তরুণ-তরুণীদের মানসম্মত পোশাক পৌঁছে দিতে আমাদের ব্র্যান্ড দেশের বাজারে আত্মপ্রকাশ করছে। এখানে সব ধরনের ক্রেতার সাধ্যের মধ্যে থাকবে চমৎকার পোশাক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোলাস্তার প্রধান নির্বাহী শামসুল হক রিপন। এসময় ব্র্যান্ড ও মডেল গ্রুপের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি ছিল ফ্যাশন শো।  

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০ 
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।