ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইআরএফ পুরস্কার পেলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
ইআরএফ পুরস্কার পেলেন যারা

ঢাকা: ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ইআরএফ অ্যাওয়ার্ড সিরিমনি ২০২০’-এর জন্য ১৫ জন গণমাধ্যমকর্মী পুরস্কৃত হয়েছেন। প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ক্যাটাগরিতে এসব পুরস্কার প্রদান করা হয়।

রোববার (১ নভেম্বর) ইআরএফ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেয়া হয়। ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্য এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কাজী ফয়সাল বিন সিরাজ, ইআরএফ সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম। এসময় সিনিয়র সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- কোভিড-১৯ অর্থনীতি সংক্রান্ত প্রতিবেদনের জন্য দৈনিক ইত্তেফাকের জামাল উদ্দিন, অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দৈনিক শেয়ার বিজের ইসমাইল আলী, ব্যাংক ও বীমা সংক্রান্ত প্রতিবেদনের প্রথম আলোর সানাউল্লাহ সাকি, বেসরকারি খাত ও বাণিজ্য বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম আলোর রাজিব আহমেদ, কৃষি অর্থনীতি প্রতিবেদনের জন্য যুগান্তরের এস এম হামিদ-উজ-জামান, রাজস্বখাত প্রতিবেদনের জন্য প্রথম আলোর মোহাম্মদ জাহাঙ্গীর শাহ কাজল, জনশক্তি রপ্তানী ও রেমিটেন্স প্রতিবেদনের জন্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের জসিম উদ্দিন হারুন, রেগুলেটরি ও কর্পোরেট গভর্নেন্স প্রতিবেদনের জন্য বিজনেস স্টান্ডার্ড-এর জেবুন্নেসা আলো, পুঁজিবাজার সংক্রান্ত প্রতিবেদনের জন্য দেশ রুপান্তরের আলতাফ মাসুদ।

টেলিভেশন ক্যাটাগরিতে কোভিড-১৯ অর্থনীতি সংক্রান্ত প্রতিবেদনের জন্য সময় টিভির এসএম জুবায়ের আলম, অনুসন্ধানী প্রতিবেদনের জন্য গাজী টিভির রাজু আহমেদ, ব্যাংক ও বীমা সংক্রান্ত প্রতিবেদনের জন্য যমুনা টিভির সুশান্ত সিনহা, কৃষি অর্থনীতি প্রতিবেদনের জন্য একাত্তর টিভির কাবেরী মৈত্রী, বেসরকারি খাত ও বাণিজ্য বিষয়ক প্রতিবেদনে যমুনা টিভির রিমন রহমান, পুঁজিবাজার সংক্রান্ত প্রতিবেদনে যমুনা টিভির আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
ইএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।