ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইয়ানমার কম্বাইন হারভেস্টারের মাঠ প্রদর্শনী

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
ইয়ানমার কম্বাইন হারভেস্টারের মাঠ প্রদর্শনী

ঢাকা: ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করার আধুনিক যন্ত্র জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টারের মাঠ প্রদর্শনীর আয়োজন করা হয় মানিকগঞ্জের সদরের পাট গবেষণা ইনস্টিটিউটে। এসিআই মটরসের উদ্যোগে মঙ্গলবার (১ ডিসেম্বর) এ মাঠ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বুধবার (২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানি প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে ঘণ্টায় প্রায় ১০০ শতাংশ জমির ধান/গম কেটে মাড়াই, ঝাড়াই করে বস্তাবন্দি করা যায়। তেল লাগে মাত্র ৮ থেকে ১০ লিটার। শুকনো ও কাঁদা উভয় জমিতেই চালানো উপযোগী। শুয়েপড়া ধান সহজেই কাটা যায় এ হারভেস্টারের সাহায্যে।

এ হারভেস্টারে ৬টি সেন্সর আছে যা অনাকাঙ্ক্ষিত ব্রেকডাউনের হাত থেকে রক্ষা করে। প্রচলিত পদ্ধতিতে ১ একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে প্রায় ১৭ থেকে ২০ জন শ্রমিক লাগে এবং সময় লাগে একদিন। যেখানে ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে ১ একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে লোক লাগে মাত্র দুইজন এবং সময় লাগে একঘণ্টা।

খরচ হয় মাত্র ২০০০ থেকে ২২০০ টাকা। এসিআই মটরস্ সারা দেশব্যাপী তার দক্ষ নেটওয়ার্ক ও লোকবলের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে। অত্যাধুনিক প্রযুক্তির এই কম্বাইন হারভেস্টার ব্যবহারের ফলে একদিকে যেমন কৃষক উপকৃত হচ্ছে অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

এ সময় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের পরিচালক মো. বেনজীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জ সদরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস, এসিআই মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং উপজেলা কৃষি কর্মকর্তাসহ পাট গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।