ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্ট্যান্ডার্ড ও এনআরবি গ্লোবাল এখন ইসলামী ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
স্ট্যান্ডার্ড ও এনআরবি গ্লোবাল এখন ইসলামী ব্যাংক

ঢাকা: বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংক এখন শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তরিত হলো।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, এর মাধ্যমে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এনআরবি গ্লোবাল ব্যাংক নাম পরিবর্তন করে গ্লোবাল ইসলামী ব্যাংক করা হয়েছে। এছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।