ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুবাইয়ে চার দিনব্যাপী রোড শো শুরু মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
দুবাইয়ে চার দিনব্যাপী রোড শো শুরু মঙ্গলবার

ঢাকা: প্রবাসী ও বিদেশিদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করতে আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) থেকে চার দিনব্যাপী ‘রোড শো’ শুরু হবে। বিএসইসি সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, বিদেশে বিএসইসি কর্তৃক আয়োজিত প্রথম রোড শো’র নাম দেয়া হয়েছে ‘রাইজিং অব বেঙ্গল টাইগার পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’।

রোড শো’র প্রথম দিন মঙ্গলবার সকালে প্রবাসীদের নিয়ে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ অনুষ্ঠিত হবে। দুপুরে একই বিষয়ে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে সেমিনার।

১০ ফেব্রুয়ারি সকালে ‘সুকুক: দ্যা নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ’ শিরোনামে সেমিনারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ নেবেন।

১১ ফেব্রুয়ারি সকালে ‘স্কোপ অব প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেনচার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শিরোনামে সেমিনারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ গ্রহণ করবেন।

রোড শো’র শেষ দিন ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক। এখানে বিনিয়োগকারীদের ছোট ছোট গ্রুপ অংশ নেবে বলে জানানো হয়েছে।

রোড শো ০৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ০৫০৯ ঘন্টা, ফেব্রুয়ারী ০৯, ২০২১
এসএমএকে/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।