ঢাকা: একজন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে এম এ রাজ্জাক খান রাজ অল্প দিনেই যথেষ্ট সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। চুয়াডঙ্গার কৃতি সন্তান হিসেবে তিনি নিজেকে সবসময় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন একজন আধুনিক ঘরানার ব্যবসায়ী হিসেবে।
সম্প্রতি বাংলাদেশ এবং উজবেকিস্তান এ দু’দেশের ব্যবসায়িক সর্ম্পক আরো উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে উজবেকিস্তানের চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) মধ্যে একটি দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা চুক্তিটি হস্তান্তর করেন উজবেকিস্তানের পক্ষে উপ-প্রধানমন্ত্রী সারদর উমর-যাকভ ও বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উজবেকিস্তানের চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আদখাম ইকরামভ, ভাইস চেয়ারম্যান, কয়েকজন মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম, বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান ইউসুফ হারুন, আইসিটি সেক্টরের অনেক বিশিষ্ট ব্যক্তি ও এর সঙ্গে সংযুক্ত ব্যক্তিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গার কৃতি সন্তান এফবিসিসিআই’র সহ-সভাপতি ও মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, পরিচালক শমী কায়সার ও মোহাম্মদ আলী খোকনসহ অনেক গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
আরবি