ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনসংখ্যাকে জনসম্পদ করে গড়ে তোলার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
জনসংখ্যাকে জনসম্পদ করে গড়ে তোলার আহ্বান জনসংখ্যাকে জনসম্পদে গড়ে তোলার আহ্বান

রাজশাহী: ক্লেমনের আয়োজনে রাজশাহীতে হাউজ অব এনইউবিডিয়ান্স মিট-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে এ মিট অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গঠিত এ সংস্থাটি আজ রাজশাহীতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আকিজ ভেঞ্চার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ আলমগীর।

এছাড়াও উপস্থিত ছিলেন- সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, জেনারেল ম্যানেজার মাইদুল ইসলাম, ব্র‍্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর আনিসুজ্জামান মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর খালেদ মাহমুদ, হাউজ অব এনইউবিডিয়ান্সের ফাউন্ডার ও সিইও পলাশ সকাল, এডভাইজর সৈয়দা সুরভী রহমান।

এতে বক্তারা বাংলাদেশের করপোরেট সেক্টর সম্পর্কে বিভিন্ন তথ্য এবং কিভাবে সফল ক্যারিয়ার গড়ে তোলা যায় তার জন্য তরুণদের যথাযথ দিক নির্দেশনা দেন। এছাড়া জনসংখ্যাকে জনসম্পদে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।