ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

গোপালগঞ্জে জুয়েলার্স সমিতির প্রস্তুতিমূলক সভা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ৭, ২০২২
গোপালগঞ্জে জুয়েলার্স সমিতির প্রস্তুতিমূলক সভা   গোপালগঞ্জে জুয়েলার্স সমিতির কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জুয়েলার্স সমিতির কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৭ জুন) বিকেল সা‌ড়ে ৫টায় জেলা শহরের স্বর্ণপট্টিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

গোপালগঞ্জ জেলা জুয়েলার্স সমিতির আহ্বায়ক চৌধুরী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সাবেক সভাপতি ধ্রুব লাল বসু, সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আহসান (হুসাইন), সাবেক কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র ভক্ত, আহ্বায়ক কমিটির সদস্য অমল দত্ত, সুশান্ত বণিক, মেহেদী হাসান, নিপুণ সরকার বক্তব্য দেন।

জেলা জুয়েলার্স সমিতির আহ্বায়ক চৌধুরী আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রীয় কমিটির সুপারিশ ও নির্দেশনাক্রমে আহ্বায়ক কমিটি আলাপ-আলোচনার মাধ্যমে শিগগিরিই একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। এছাড়া কেন্দ্রীয় জুয়েলার্স কমিটির নতুন নেতৃবৃন্দকে গোপালগঞ্জে বরণ করতেও আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুন ০৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।