ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা-হায়দ্রাবাদ রুটে ফ্লাইট ফের চালু হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
ঢাকা-হায়দ্রাবাদ রুটে ফ্লাইট ফের চালু হচ্ছে

ঢাকা: ঢাকা-হায়দ্রাবাদ রুটে আগামী নভেম্বর থেকে ফ্লাইট চালু করতে যাচ্ছে ভারতীয় বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইন্ডিগো এয়ার।

বুধবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইন্ডিগো এয়ার কর্তৃপক্ষ।

জানা যায়, এখন থেকে প্রতি সপ্তাহে তিনদিন এ রুটে ফ্লাইট চালাবে সংস্থাটি।

এর আগে, চলতি বছরের এপ্রিলে এ রুটে ফ্লাইট উদ্বোধন করলেও তা কিছুদিন পরই স্থগিত করা হয়।

এবার ঢাকা-হায়দ্রাবাদ গন্তব্যে অত্যাধুনিক এয়ার বাস এ-৩২১ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। এতে ফ্লাইটের রিটার্ন ভাড়া ধরা হয়েছে সর্বনিম্ন ২৩ হাজার টাকা।

বর্তমানে ঢাকা থেকে চেন্নাই, দিল্লি ও কলকাতা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এমকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।