ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনীতে প্রাথমিক বৃত্তিতে অংশ নিচ্ছে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
ফেনীতে প্রাথমিক বৃত্তিতে অংশ নিচ্ছে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী ফাইল ছবি

ফেনী: আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের পরীক্ষায় ফেনীতে অংশ নিচ্ছে ৭৯৫টি বিদ্যালয়ের চার হাজার ৫৩৭ জন শিক্ষার্থী।

তারমধ্যে এক হাজার ৭৩৬ জন ছাত্র এবং দুই হাজার আট জন ছাত্রী রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন,  দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে। জেলার সাতটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে।  

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, জেলার সদর উপজেলায় জি.এ অ্যাকাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭০টি বিদ্যালয়ের এক হাজার ৬০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

দাগনভূঞা উপজেলায় আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ১৩৪টি বিদ্যালয়ের ৮৮৮ জন, সোনাগাজী উপজেলায় মো. সাবের সরকারি মডেল পাইলট হাই স্কুলে ১৫২টি বিদ্যালয়ের ৭৫৮ জন, ছাগলনাইয়া উপজেলায় ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১১০ বিদ্যালয়ের ৫৫৫ জন, পরশুরাম উপজেলায় পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৯টি বিদ্যালয়ের ৩৬০ জন এবং ফুলগাজী উপজেলায় ফুলগাজী মডেল পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৯টি বিদ্যালয়ের ৩৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

এদিকে সমাপনী পরীক্ষার পদ্ধতি বাতিল হয়ে বৃত্তি পরীক্ষায় ফেরায় শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত। বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায় শ্রেণীকক্ষে এগিয়ে থাকা শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। শতকরা ২০ ভাগ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বলে নিয়ম রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।