ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ১ম স্নাতক বর্ষের ক্লাস শুরু ২৯ জানুয়ারি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
বেরোবিতে ১ম স্নাতক বর্ষের ক্লাস শুরু ২৯ জানুয়ারি 

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ক্লাস আগামী ২৯ জানুয়ারি শুরু হবে।  

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের উদ্বোধনী ক্লাস আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ক্লাস প্রতিটি বিভাগের নিজ নিজ বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ২২ ও ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বরাদ্দকৃত বিষয় অনুযায়ী ভর্তি ফি পরিশোধ করতে হবে। বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে ফি দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। যদি কেউ ২২ ও ২৩ জানুয়ারি ভর্তি হতে না পারেন, তাহলে ২৪ জানুয়ারি ৫০০ টাকা বিলম্ব ফি দিয়ে ভর্তি হতে পারবেন। এছাড়া এর সঙ্গে শিক্ষার্থীদের রক্তের গ্রুপও জানাতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।