ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাসের হারে সেরা কারিগরি শিক্ষা বোর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
পাসের হারে সেরা কারিগরি শিক্ষা বোর্ড

ঢাকা: ২০২২ সালের এইচএসসি ও সমমমানের পরীক্ষায় পাসের হারে সেরা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৪১ শতাংশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি)  দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী পরীক্ষার এই ফল প্রকাশ করেন। এরপর শিক্ষামন্ত্রী দীপু মনি দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কারিগরি শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭৮৩ জন। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ১১ হাজার ২০৪ জন।

পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯০ হাজার ২৬৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার ৫৫৩ জন।

এছাড়া সাধারণ ৯টি বোর্ডে যথাক্রমে কুমিল্লায় ৯০ দশমিক ৭২, ঢাকায় ৮৭ দশমিক ৮৩ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ, দিনাজপুরে ৭৯ দশমিক ০৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ৩২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এমকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।