ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন অধ্যাপককে সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। আগামী তিন বছরের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক শিক্ষাবিদ সদস্য হিসেবে এ মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয়।
তারা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক (অব.) ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ২০(১)(ই) ও ২০(২) ধারা অনুযায়ী তাদের তিন বছরের জন্য সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।