ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

অডিও ফাঁস: ইবি উপাচার্যের ব্যক্তিগত সহকারীকে অব্যাহতি 

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
অডিও ফাঁস: ইবি উপাচার্যের ব্যক্তিগত সহকারীকে অব্যাহতি  ইবি উপাচার্যের পিএস আইয়ুব আলী

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আইয়ুব আলীকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এসময় তিনি বলেন, ‘ভিসি স্যার গতরাতে (বুধবার) আমাকে ডেকেছিলেন। কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারিনি। তাই সকালে এসে অব্যাহিতর আদেশপত্র প্রস্তুত করেছি। এখানে ভিসি স্যার শুধু তাকে অব্যাহত দেওয়ার কথা বলেছেন। কোনো কারণ জানাননি। ’

ধারণা করা হচ্ছে উপাচার্যের কন্ঠসদৃশ নিয়োগসহ বেশ কিছু অডিও ফাঁস হওয়ার পর চলমান আন্দোলনকে কেন্দ্র করেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কারণ এর আগে আইয়ুব আলীর পদত্যাগ দাবি জানিয়ে আন্দোলন করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।  

এর পরদিন বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরিভিত্তিক কাজ করে আসা চাকরিপ্রত্যাশী সাবেক ও বর্তমান কিছু নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে অবস্থিত আইয়ুব আলীর কার্যালয়ে ভাংচুর চালায় ও তাকে মারধর করে।
 
এদিকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সপরিবারে সকাল ৮টায় তার বাংলো ত্যাগ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ভিসি স্যার ঢাকা গেছেন। ৩ মার্চ বা ৪ মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।