ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচন

ছাত্র অধিকার পরিষদ থেকে ভিপি পদে লড়বেন বিন ইয়ামিন, জিএস পদে সাবিনা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, আগস্ট ১৮, ২০২৫
ছাত্র অধিকার পরিষদ থেকে ভিপি পদে লড়বেন বিন ইয়ামিন, জিএস পদে সাবিনা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ভিপি (সহ-সভাপতি) পদে নির্বাচনে লড়বেন । আর এই প্যানেল থেকে জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়বেন সাবিনা ইয়াসমিন।

সোমবার (১৮ আগস্ট) তারা প্যানেলের বাকি সদস্যদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।  

এই প্যানেল থেকে এজিএস পদে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ সাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন, মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ইমন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ রজবসালার খান শাওন।  

এ ছাড়াও সদস্য পদে জাপানিজ স্টাডিজ বিভাগের রাহাত, ২০২৩-২৪ সেশনের রেজুয়ান, একই ব্যাচের মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, কৌষিক আদির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও এইচএম মাহতাব ইসলাম।

 এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।