ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

পেছন গেট দিয়ে বেরিয়ে গেলেন জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
পেছন গেট দিয়ে বেরিয়ে গেলেন জাবি উপাচার্য

জাবি: টানা ৩৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় পেছন গেট দিয়ে বেরিয়ে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

শুক্রবার বেলা পৌনে ৩টায় উপাচার্য বাসভবনের পেছনের গেট দিয়ে বেরিয়ে প্রশাসনিক ভবনে চলে আসেন তিনি।



সেখানে বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক বিষয় ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ লাঞ্ছনার ঘটনা নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।  

উপাচার্য পেছন গেট দিয়ে বেরিয়ে গেলেও ‘শিক্ষক সমাজ’ ব্যানারের শিক্ষকরা উপাচার্য বাসভবনের মূল ফটক অবরুদ্ধ করে রাখেন।

এদিকে, ‘শিক্ষক সমাজ’ ব্যানারের শিক্ষকরা বলেছেন, ‘উপাচার্য পেছনের গেট দিয়ে পালিয়ে গেলে আমাদের করার কিছু নেই। আমরা তাকে মেন গেট গিয়ে বের হতে দেবো না। ’

অপরদিকে, জাবিতে উপাচার্য সমর্থক শিক্ষকরা এবং শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা এখনও মুখোমুখি অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে শিক্ষক সমাজ ব্যানারে শিক্ষকরা উপাচার্য ভবনের মূল ফটকে অবস্থান নিয়েছেন।

এদিকে, উপাচার্য সমর্থিত শিক্ষকরা গত বুধবার সন্ধ্যায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি আলী আকন্দ মামুনকে লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ওই বাসভবনের পেছনের ফটকে অবস্থান নিয়েছেন।

টানা ৩২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সকাল ১১টার দিকে উপাচার্য সমর্থিত শিক্ষকরা পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেরশ করেন।

‘শিক্ষক সমাজ’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শরীফ উদ্দিন বলেন, ‘আমরা উপাচার্যের পদত্যাগের দাবিতে মূল ফটক অবরোধ করে রেখেছি। পেছনের গেট দিয়ে কে প্রবেশ করলো, তা আমাদের দেখার বিষয় নয়। ’

তিনি আরও বলেন, উপাচার্য সমর্থিত শিক্ষকরা তার বাসভবনের পেছনের গেটে অবস্থান নেওয়াতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ’

উপাচার্য সমর্থিত শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক সুকল্যাণ কু-ু বলেন, ‘আলী আকন্দ মামুনকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাবো। ’

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ভবন এলাকায় দু’গ্রুপের মুখোমুখি অবস্থানের ফলে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে।
 
এদিকে, শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা জেলার এসপি মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন।

এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রয়োজনে পুলিশ তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।