ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি-রুয়েটে পরীক্ষা স্থগিত

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২

রাবি: বিএনপিসহ ১৮ দলের ডাকা রবি ও সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

হরতালের কারণে দু’টি বিশ্ববিদ্যালয়ে রোববার কোনো বিভাগে ক্লাস, পরীক্ষা হয়নি।

তবে প্রশাসনিক ভবন খোলা ছিল।

রাবি একাডেমিক রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসন বাংলানিউজকে বলেন, ‘হরতালেও আমরা অফিস করতে এসেছিলম। প্রশাসনিক কার্যক্রম ছিল স্বাভাবিক। ’

এ দিনের স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে সংশিষ্ট বিভাগ সূত্রে জানানো হয়।

পরিবহন সংকটের কারণে হরতালে ক্যাম্পাসের বাইরে অবস্থান করা শিক্ষার্থীরা আসতে পারেননি ক্যাম্পাসে।

প্রতিদিন শিক্ষার্থীদের পদচারণায় মুখর বিশ্ববিদ্যালয় চত্বর রোববার একেবারেই ফাঁকা ছিল। ক্যাম্পাসের ভেতরে অবস্থিত দোকানগুলো খোলা থাকলেও লেনদেন ছিল না।   আমতলা, লিচুতলা, লালন চত্বর, মিডিয়া চত্বর, ইবলিশ চত্বর ও পরিবহন মার্কেট ছিল শিক্ষার্থীশূন্য।

বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে ছিল পুলিশের সতর্ক অবস্থান। রাস্তায় শুধু অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

রাবি প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘হরতালে যাতে ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২

প্রতিবেদন: জনাব আলী / সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।