ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিতে ছাত্রলীগের সংঘংর্ষে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ৭, ২০১২

সিলেট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের দু’পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই ছাত্র গুরুতর আহত হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শামীমাবাদ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের বিধান গ্রুপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ সিরাজের ভাগিনা তারেক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

এতে ডালিম ও সানি নামে দু’জন আহত হয়। তাদের মাথায় ধারালো দায়ের কুপ লেগেছে বলে পুলিশ জানিয়েছে।

পরে আহত দু’জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্র জানায়, প্রথমবর্ষের ২ ছাত্রের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বাংলানিউজকে বলেন, ‘দুপক্ষের মধ্যে মারমারি সংবাদে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালী থানা পুলিশের এএসআই পঙ্কজ বাংলানিউজকে বলেন, ঘণ্টাব্যাপী সংঘর্ষ হলেও পরে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ০৭, ২০১২
এসএ/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।