ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১২-এর ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘আমাদের ছেলে মেয়েরা মেধাবী। ’
সোমবার সকালে শিক্ষামন্ত্রীর কাছ থেকে সার্বিক ফলাফলের অনুলিপি পাওয়ার পর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বরিশাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রধানের সঙ্গে কথা বলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
এ সময় তিনি ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন।
শিক্ষার্থীদের অভিনন্দন এবং শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ছেলে-মেয়েরা স্কুলে যাওয়ার ব্যাপারে আগ্রহী হচ্ছে এবং শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। আমাদের ছেলেমেয়েরা মেধাবী। তাদের ফেল করার কথা নয়। ’ সাফল্যেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উচ্চ মাধ্যমিকেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
বরিশাল জিলা স্কুল অডিটোরিয়াম থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন শায়ান শাহরীয়ার, মানীষা জাহান ও সাইফুল ইসলাম। এরা সবাই এবারের পরীক্ষায় ভালো ফল করেছে।
প্রধানমন্ত্রী ভালো ফলের জন্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যত বাংলাদেশ গড়ে তোলার জন্য তৈরি হতে বলেন।
এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার সার্বিক ফলাফল তুলে দেন। এরপর ১০ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
শেখ হাসিনা বলেন, ‘প্রতিনিয়তই পাসের হার বৃদ্ধি পাওয়ার এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ’
গণভবনে ফল প্রকাশ অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
অন্যদিকে, বরিশাল জিলা স্কুল অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন, সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও বিভাগীয় কমিশনার আবু হেনা মুহাম্মদ রহমাতুল মুনিম ও জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মে ০৭, ২০১২
এমএন/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর