ঢাকা: প্রকাশিত এসএসসির ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে উল্লাস দেখা গেলেও শিক্ষকদের মাঝে ছিল হাতাশার ছাপ।
ঢাকা বোর্ডের ফলাফলে চতুর্থস্থান পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে।
২০১১ সালের ফলাফলে তৃতীয় স্থানে থাকা এই প্রতিষ্ঠানটির এবার প্রত্যাশা ছিল অবস্থানের উন্নতি। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যায় উল্টো চিত্র। তাদের অবস্থান একধাপ পিছিয়ে নেমেছে চতুর্থতে।
সে কারণে প্রায় ৪০ মিনিট দেরিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন অধ্যক্ষ মঞ্জু আরা বেগম। অথচ বিগত বছরগুলোতে নির্দিষ্ট সময়েই ফলাফল ঘোষণা করা হতো।
চিরাচরিত প্রথানুযায়ী শিক্ষার্থীরা ড্রামের তালে তালে আনন্দ নাচে মাতলেও তাতে যোগ দেননি কোনো শিক্ষক। বিগত বছরগুলোতে ড্রামের তালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদেরও নেচে উল্লাস করতে দেখা যেতো।
অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বাংলানিউজকে বলেন, ‘হতাশ নই তবে প্রত্যশা আরও বেশি ছিল। সে কারণে কষ্টতো একটু থাকবেই। ’
ফলাফলের এ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘উত্থান-পতন তো থাকবেই। ’
রাজধানীর প্রথম সারির এ প্রতিষ্ঠানটিতে এবার এসএসসিতে ১ হাজার ২৭৯ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ হাজার ২৭৭ জন। বিজ্ঞান শাখায় ৮৫৭, বাণিজ্যে ৩৩৯, মানবিকে ৮৩ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সবাই পাস করেছে। যেখানে গড় পাসের হার ৯৯ দশমিক ৮৪ শতাংশ।
এবার প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১০ পরীক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞানে ৮১৯, বাণিজ্যে ১৭৬ ও মানবিকে ১৫ জন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ০৭, ২০১২
ইএস/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর