ব্রাহ্মণবাড়িয়া: ৫ শতাধিক কৃতি ছাত্রীকে সংবর্ধনা জানিয়েছে বিএসবি ক্যামব্রিয়ান কলেজ এবং আখাউড়া নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
শনিবার দুপুরে জেলার আখাউড়া পৌর শহরের নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
বিএসবি ক্যামব্রিয়ান কলেজের চেয়ারম্যান লায়ন এমকে বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ শাহ আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী আব্দুল মতিন, শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গাফ্ফার খান প্রমুখ।
বিএসবি ক্যামব্রিয়ান কলেজের চেয়ারম্যান লায়ন এমকে বাশার বাংলানিউজকে জানান, এ বছর পুরো জেলা থেকে জিপিএ-৫ এবং ৪ প্রাপ্ত ৫ শতাধিক কৃর্তি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে, যা প্রতি বছরই অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘এই কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে পরের বছরগুলোতে আরও বেশি কৃতি শিক্ষার্থী পেতে চাই আমরা। ’
সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান দুপুর ১টার দিকে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর