ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে সহকারী প্রক্টরের দায়িত্বে নতুন দুই মুখ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মে ১৭, ২০২৩
জাবিতে সহকারী প্রক্টরের দায়িত্বে নতুন দুই মুখ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন - ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভগের সহকারী অধ্যাপক রওশনআরা আক্তার আঁখি ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানভীর আহামেদ।

অফিস আদেশে বলা হয়, ‘আগামী দুই বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। ’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদ্য সহকারী প্রক্টর তানভীর আহমেদ বলেন, উপাচার্য মহোদয় আমাকে এই পদের জন্য যোগ্য মনে করে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।