ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাবি সিনেটেও ছাত্রশিবিরের সংখ্যাগরিষ্ঠতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, অক্টোবর ১৭, ২০২৫
রাবি সিনেটেও ছাত্রশিবিরের সংখ্যাগরিষ্ঠতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের মতো সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ছাত্রশিবির।

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচটি পদের তিনটিতে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এই পাঁচ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন প্রার্থী।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা ও এসএম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। নির্বাচিত বাকি দুইজনের একজন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ও অন্যজন স্বতন্ত্র প্রার্থী আকিল বিন তালেব।

এসসি/এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।