ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডেঙ্গু প্রতিরোধে সতর্ক অবস্থানে খুবি কর্তৃপক্ষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
ডেঙ্গু প্রতিরোধে সতর্ক অবস্থানে খুবি কর্তৃপক্ষ

খুলনা: মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নির্দেশনানুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।  

এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ জুলাই) ক্যাম্পাসের বেশ কিছু স্থানের ঝোপ-ঝাড় পরিষ্কার করা হয়।

এছাড়া মশক নিধনের জন্য ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিশেষ করে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ড্রেনসমূহ, বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, আবাসিক কোয়ার্টারগুলোর আশপাশসহ বিভিন্ন জায়গায় ফগার মেশিনের মাধ্যমে নিয়মিতভাবে মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে এবং হল কর্তৃপক্ষ আবাসিক হলগুলোতে মশক নিধন কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন ঝোপ-ঝাড় প্রতিনিয়ত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ