ঢাকা: বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নীলক্ষেতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে নিউমার্কেটে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, অনার্স ও মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ সিস্টেম শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, মার্কশিটসহ সকল ডকুমেন্ট জমা দিয়েছি ঢাবি কর্তৃপক্ষের কাছে কিন্তু আমরা আশাহত হয়েছি। তাই রাস্তা অবরোধ করেছি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসকেবি/এসআইএস