ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

রোববার (২০ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘ওবিই কারিকুলাম ডিজাইন ও রিভিউ’ বিষয়ের ওপর আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তাজিজুর রহমান।

তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে প্রশিক্ষণ ও ওয়ার্কশপ পরিচালনা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাবেক সদস্য অধ্যাপক ড. এস এম কবীর।

তিন দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৭ জন শিক্ষক অংশগ্রহণ করবেন। আগামী ২২ আগস্ট এ কর্মশালা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।