ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি রুদ্র, সাধারণ সম্পাদক নাঈম

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি রুদ্র, সাধারণ সম্পাদক নাঈম সভাপতি রুদ্র, সাধারণ সম্পাদক নাঈম

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৯তম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট হাসান নাঈম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।  

ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া এবং সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এছাড়াও ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট অধ্যাপক ড. আরেফিন খান, লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, জিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সদ্যবিদায়ী কমিটির সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।  

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত (দৈনিক কালবেলা), যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ তানভীর হাসান (দৈনিক আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক নাঈম আহমেদ শুভ (দৈনিক মানবজমিন)।

এছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে যথাক্রমে আদনান হৃদয় (দৈনিক অধিকার), নূর আলম (দৈনিক সিলেট বানী) এবং সাগর হাসান শুভ্র (দৈনিক যুগভেরী) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ