ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আরিফুজ্জামান উজ্জ্বলকে আহ্বায়ক ও তৌহিদ সিয়ামকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল ও নির্বাহী কমিটির সদস্য মেহেরাব সিফাত।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে ইমরান শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক পদে নাসিম আল তারিক ও ফারহানা বিনতে জিগার ফারিনা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মোহাম্মদ ওবায়দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব পদে নাহিদ হাসান ইমন ও ইমরান হোসেন রাহাত, মুখ্য সংগঠক পদে নাকিব আল মাহমুদ অর্ণব, সংগঠক পদে জান্নাত উল ফিরদাউস আঞ্জুম ও মোহাম্মদ রায়হান দায়িত্ব পেয়েছেন।

এছাড়া মুখপাত্র পদে মালিহা নামলাহ, সদস্য পদে নাফিজ উর রহমান, কাউসার আল আরমান, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, রাঈদ হোসেন ও গালিব হাসান কমিটিতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।