ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

শিক্ষা

শহীদ দিবসে ঢাবি এলাকায় কড়াকড়ি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
শহীদ দিবসে ঢাবি এলাকায় কড়াকড়ি

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এদিন রাত ৮টার পর ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসকারীদের রাত ৮টার মধ্যে আবাসস্থলে ফেরার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ জরুরি প্রয়োজনে নিরাপত্তা পাশ ও পরিচয়পত্র ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

যে পথে করা যাবে শ্রদ্ধা নিবেদন

শ্রদ্ধা নিবেদন করতে আসা নাগরিকদের জন্য ইতোমধ্যে একটি রুটম্যাপ দেওয়া হয়েছে। নাগরিকরা পলাশী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল, ও জগন্নাথ হলের সামনের সড়ক ব্যবহার করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। পরে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে চানখারপুল হয়ে বেরিয়ে যেতে পারবেন। অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে টিএসসি হয়ে বেরিয়ে যেতে পারবেন।

এদিন চানখারপুল, দোয়েল চত্বর ও শাহবাগ দিয়ে কেবল শহীদ মিনারের দিকে একমুখী চলাচল থাকবে। অন্যদিকে দোয়েল চত্বর থেকে চানখারপুল, শাহবাগ থেকে বকসি বাজার এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে ফুলার রোডের রাস্তায় চলাচল বন্ধ থাকবে। আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে নিউমার্কেট এলাকা দিয়ে প্রবেশ করে কবস্থানের উত্তর গেট, দক্ষিণ গেট হয়ে ইডেন কলেজ মোড় দিয়ে বের হওয়া যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একগুচ্ছ কর্মসূচি

দিবসটি উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বাদ আছর বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া, সকল হলের মসজিদ এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহিদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬ টায় উপাচার্য ভবন সম্মুখস্থ ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এতে নেতৃত্ব দেবেন। মৌন মিছিল ও প্রভাতফেরিটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গমন করবে। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এফএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।