ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ক্লাস করতে এসে আটক ছাত্রলীগ কর্মী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
শাবিপ্রবিতে ক্লাস করতে এসে আটক ছাত্রলীগ কর্মী

শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস করতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী নুর মোহাম্মদ বায়েজিদ। আটক নুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সুমন মিয়ার অনুসারী।



মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আটককৃত ছাত্রলীগ কর্মী জুলাই গণঅভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। তবে ১৫ জুলাই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন বলে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। ফলে ছাত্রলীগের তোপের মুখে পড়ে আন্দোলনকরী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, আমরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি। সে শুরুতে আমাদের সাথে আন্দোলনে সক্রিয় থাকলেও পরবর্তীতে আমাদের মৃত্যুর মুখে রেখে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলনকে বিতর্কিত করে। ফলে ছাত্রলীগ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ১৮ জুলাই আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়, অনেকে আহত হন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে বিরোধিতা করায় তার নামে একাধিক মামলা রয়েছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছি। তাদের আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা একজনকে আটক করেছে। পরবর্তী সেখানে সহকারী প্রক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের টিম সেখানে হাজির হয়। পরে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।