ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

গ্রিন ইউনিভার্সিটিতে আড্ডা ও কনসার্টের আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, অক্টোবর ১০, ২০২৫
গ্রিন ইউনিভার্সিটিতে আড্ডা ও কনসার্টের আয়োজন

শিক্ষার্থীদের মাঝে বিনোদন ও সাংস্কৃতিক মনোভাবকে ধরে রাখতে গ্রিন ইউনিভার্সিটিতে গান ও আড্ডার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ তাদের জনপ্রিয় গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মঞ্চ মাতিয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে মোবাইল অপারেটর প্রতিষ্ঠান এয়ারটেলের উদ্যোগে এই কনসার্ট অনুষ্ঠিত হয়।

কনসার্টে গান পরিবেশন করেছে বিশ্ববিদ্যালয়টির গানের ব্যান্ড দল। এ ছাড়াও অন্যান্য শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, রবি আজিয়াটা লিমিটেডের সিনিয়র অ্যাসোসিয়েট (ইভেন্ট ডিজিটাল) মুস্তানসির কিবরিয়া ও কিশোয়ার জাহান ফেরদোস।

আয়োজকরা জানান, শরৎকে ঘিরে আয়োজন করা হয় এই কনসার্টের। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং সুর আর উচ্ছ্বাসে ভরা এক অপরাজেয় সন্ধ্যা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ আয়োজনকে বলা যায় গান ও আড্ডার এক মহোৎসব।

আয়োজন নিয়ে গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনের শিক্ষার্থী সৈয়দা আফিফা বলেন, এ ধরনের কনসার্ট আয়োজন শিক্ষার্থীদের আনন্দের পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে কাজ করবে। এই আয়োজনকে স্বাগত জানাই।

ডিএইচবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।