মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বলেছেন, আজ যারা দুর্নীতি করছে, তারা অশিক্ষিত নয় বরং শিক্ষিত শ্রেণিই করছে। শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষ গড়া, কিন্তু নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থার কারণে সমাজে বিবেকহীন শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে।
রোববার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুর রব বলেন, জাতিসংঘ ও ইউনেস্কোর দেওয়া থিম ‘সহযোগিতামূলক শিক্ষা’ অবশ্যই প্রশংসনীয়, কিন্তু সহযোগিতা যদি মানবতার বিপরীতে চলে, তবে তা বিপজ্জনক। যারা গাজায় আগুন জ্বালাচ্ছে, আফগানিস্তান ও সিরিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তাদের সঙ্গে সহযোগিতা মানে নৈতিক পরাজয়।
ইসলাম, খ্রিষ্টান, হিন্দু ও বৌদ্ধ ধর্মের শিক্ষার উদাহরণ টেনে উপাচার্য বলেন, সব ধর্মই মানুষকে সত্য, ন্যায়, ভালোবাসা ও মমতার শিক্ষা দেয়। তাই ধর্মীয় ও নৈতিক শিক্ষাহীন কোনো শিক্ষা মানবতাকে টিকিয়ে রাখতে পারে না।
তিনি আরও বলেন, আজ বিজ্ঞান ও প্রযুক্তির কারণে চাঁদ ও মঙ্গল গ্রহ জয় করেছে, কিন্তু মানুষ হারিয়েছে বিবেক। আত্মহত্যা, হিংসা, যৌন হয়রানি, দুর্নীতি সবকিছুর শিকড় নৈতিকতার অভাব। বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান হয়েও দুর্নীতিগ্রস্ত। ঘুষ, মানি লন্ডারিং এসব করছে শিক্ষিত শ্রেণি। কারণ আমাদের শিক্ষা মানুষের মন গড়ছে না, বরং স্বার্থপর মানুষ তৈরি করছে।
প্রফেসর রব বলেন, শিক্ষক দিবস বা অন্য কোনো দিবস পালনই মূল লক্ষ্য নয় বরং প্রতিদিনই হওয়া উচিত শিক্ষা দিবস। শিক্ষক সমাজকে জাতি গঠনের অগ্রভাগে থেকে ন্যায়, সত্য ও বিবেকের পথে কাজ করতে হবে। কারণ শিক্ষকই জাতির বিবেক।
বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতির অধ্যাপক নূর নবী মানিক সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী।
ডিএইচবি/এইচএ/