গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ আর. আর. এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য র্যালি স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা ও স্মৃতিচারণ সভায় মিলিত হয়।
বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র জাকের আহমেদ এফ.সি.এ’র সভাপতিত্বে ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফী মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র মো. সহিদুজ্জামান, মহা-পরিচালক, দুর্নীতি দমন কমিশন।
প্রধান অতিথি জাতীয় পতাকা, বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন সালে পাস করা ছাত্রগণ, শিক্ষক, সহপাঠী ও বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করা হয়।
সাবেক কৃতি ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি আজাদ ফারুক আহমেদ, সাবেক সাংসদ ডা. আফসার হোসেন মোল্লা, শেখ মোতাহার হোসেন (সাবেক সচিব), ড. আসলাম আলম, মো. ফজলুল হক, ডেসার সাবেক চেয়ারম্যান কাজী জহিরুল আজম, মুক্তিযুদ্ধের সংগঠক কেবিএম মফিজুর রহমান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুবনা ইয়াসমিন প্রমুখ।
আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪