মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় এসএসসির গণিত পরীক্ষায় নকল সরবরাহ করতে গিয়ে ফারুক (১৮) নামে এক কলেজছাত্রকে আটক করা হয়েছে। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস এ আদেশ দেন।
এর আগে, দুপুর ১২টার দিকে ভবেরচর কলিমউল্লাহ কলেজ কেন্দ্র থেকে ওই ফারুককে আটক করা হয়।
ফারুক গজারিয়া উপজেলার আলীপুরা গ্রামের আব্দুর রব বেপারীর ছেলে। তিনি সরকারি হরগঙ্গা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীকে নকল দিতে গেলে ফারুককে আটক করে দায়িত্বরত শিক্ষক। পরে, ইউএনও মাহবুবা বিলকিস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫